লাইভ নারায়ণগঞ্জঃ জাতীয় যুব সংহতির নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি রিপন ভাওয়ালের বোন মিতা রানী ভাওয়াল দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির নেতা মো. আসাদুজ্জামান টুটুল।
৪ মার্চ (বৃহস্পতিবার) বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, বুধবার (৩ মার্চ) রাত সাড়ে দশটায় পরলোকগমন করেন রিপণ ভাওয়ালের বোন মিতা রানী ভাওয়াল দেবী (৫৮)। তিনি তার স্বামী কবির কুমার দত্ত ও পরিবার নিয়ে ঢাকার স্বামবাগে বসবাস করতেন। বাংলাদেশ ক্রীড়া সংস্থায় কর্মরত ছিলেন তিনি।