লাইভ নারায়ণগঞ্জ: “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, যৌতুক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, কিশোর গ্যাং ও যৌন হয়রানি বিরোধী ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রূপগঞ্জ থানা ভবন মাঠে রূপগঞ্জ থানার “ওপেন হাউজ ডে” উপলক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসিনুল কাদিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহিন ফরাজি, রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমানসহ অনেকে।