লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার শেষদিনে বিশাল মিছিল করেছেন ১২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (লাটিম মার্কায়) ও ২বারের সফল কাউন্সিলর শওকত হাসেম শকু। শুক্রবার (১৪ জানুয়ারি) ১২নং ওয়ার্ডে নিজ কার্যলয় থেকে শুরু করে এই গণমিছিল।
এদিকে, লাটিম মার্কার সমর্থনে জনস্রোত সৃষ্টি হয়। ওয়ার্ডে বিভিন্ন পাড়া মহল্লায় কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকুর লাটিম মার্কার স্লোগানে মুখরিত করে তার সমর্থকরা। বিশাল এই মিছিলে স্থানীয় প্রবীন, যুবক-যুবতী, তরুন-তরুনী, কিশোর, শিশু থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এই মিছিলে অংশ গ্রহন করে কাউন্সিলর শকুর প্রতীক লাটিম মার্কায় ভোট চান। মিছিলে নারী পুরুষের সমন্বয় থাকলেও নারীদের স্লোগানে জেগে উঠে নির্বাচনের শেষ মিছিল।
কাউন্সিলর প্রার্থী শওকত হাসেম শকু বলেন, আমি জনগনের প্রার্থী। বিগত সময়ে মানুষ আমাকে সুযোগ দিয়েছে তাদের সেবা করার জন্য। আমি চেষ্টা করেছি সকলের সেবাটুকু তাদের দৌড় গোরায় পৌঁছে দিতে। আমি খুব আশাবাদি ১২নং ওয়ার্ডে মানুষ আমাকে লাটিম মার্কায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ গুলো করার সুযোগ দিবে।