স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম কয়েক দিন ধরেই করোনা ভাইরাসে আক্রান্ত হোম কোরেন্টাইনে রয়েছেন।
প্রিয় মানুষটির দ্রুত রোগমুক্তির কামনায় শুক্রবার (৭ জানুয়ারী) আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি ও নেতা-কর্মীদের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ দিন বাদ জুম্মা ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগায়ের অর্ধ শতাধীক মসজিদ-মাদ্রাসায় শাহ্ নিজামের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার করা হয়।
ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে করোনা থেকে দ্রুত রোগমুক্তির জন্য সকল আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি ও নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছিল।