স্টাফ করেসপন্ডেট, লাইভ নারায়ণগঞ্জ : ‘শহুরে গায়েন’ব্যান্ডের দশ বছর পূতি উপলক্ষে গান-আড্ডার আয়োজন করেছে ব্যান্ডটি। শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে ৬ডিসেম্বর(শুক্রবার) বিকেলে এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ডিসেম্বর) বিকাল পাঁচটায় শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলায় এক্সেপেরিমেন্টাল হলে ‘শহুরে গায়েন’ ব্যান্ডের দশ বছর পূর্তি উপলক্ষে গান-আড্ডার আয়োজন করা হয়েছে।
গান-আড্ডার শুভেচ্ছা বক্তব্য রাখবেন, না.গঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস নিয়ে আলোচনা করবেন, শহুরে গায়েনের প্রতিষ্ঠাকালীন সদস্য কবি ও ছড়াকার আহমেদ বাবুল।
অনুষ্ঠানে জনপ্রিয় বাংলা নয়টি ব্যান্ড দলের গানসহ নিজস্ব মৌলিক গান পরিবেশন করবে। বর্তমানে ব্যান্ড সঙ্গীত তরুণদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করে তারা।
‘শহুরে গায়েন’ এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক শাহীন মাহমুদ সকল সামাজিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করেন।