স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এখন আমাদের অনেকেই মুক্তিযোদ্ধা সাটিফিকেটের জন্য ঘুরে বেড়াচ্ছি। অথচ, একটি সময় আমরা মুক্তিযোদ্ধা বলে নিজেকে প্রকাশ করতে পারতাম না, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লুকিয়ে রেখে চাকুরির আবেদন করেছি। কিন্তু আজকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে গর্ব করছি। তার কারণ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারা মূল্যয়ন পাবে।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে এ কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক)।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলেদেন ।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমরা দেশ স্বাধীন করে ছিলাম, ৭১ সালে। তারপর পরেই মাত্র সাড়ে ৩ বছরের মাথায় বঙ্গবন্ধুকে কেড়ে নেওয়া হলো। এরপর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা, হামলা করে যে ভাবে নাজাহেল করে ছিল, তখন কাজ করবো কী, পালিয়ে বেড়িয়েছি। কোথায় আছি, কোথায় ছিলাম, আমরা জানি না। আমাদের ছেলে মেয়েদের ঠিক মতো মানুষ করতে পারিনি। সেই কারণেই আমরা পিছিয়ে রয়েছি।’
মন্ত্রী আরও বলেন, আপনারা যারা যুদ্ধ করেছেন, সেই যুদ্ধের স্বাধীনতার সুফল, আমরা যারা স্ট্যাজে বসে আছি, আমরা সবাই ভোগ করছি। কিন্তু আপনারা সেই ভাবে ভোগ করতে পারিন নি। আজকাল অনেকেই মুক্তিযোদ্ধাদের একটু অবজ্ঞা করে। কারণ মুক্তিযোদ্ধারা সমাজে সেই ভাবে প্রতিষ্ঠিত নয়, সেই ভাবে বলিয়ান নয়। এখনও শতকরা ২৫ জন মুক্তিযোদ্ধাই আজ অভাবগ্রস্ত। আজকে তাই বঙ্গবন্ধু কন্যা আপনাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আমরাই দেশ স্বাধীন করেছি, আমরাই পিছিয়ে রয়েছি। বঙ্গবন্ধু কণ্যা যখন আমাদের দেশে আসলেন, তখন আমাদের মুক্তিযোদ্ধাদের একটি গতি হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে, ততদিন মুক্তিযোদ্ধারা মূল্যয়ন পাবেন।
মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আজকে মুক্তিযোদ্ধাদের ডেকে এনে আনোয়ার ভাই যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে, তাই আমি তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। এ সময় মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে তাদের নামে রাস্তা নির্মাণের পরামর্শদেন।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) প্রমুখ।