সরকারকে জনগণের পকেটে হাত দিতে হচ্ছে: এটি এম কামাল

স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ: ‘জাতির জনক শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবাই পায় তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। আর এ দেশে যে গ্যাসের মূল্য বৃদ্ধি পাবে না তা আমরা মানবো কি করে। মাননীয় প্রধানমন্ত্রী ছয় ‘শ‘ কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়ে বসে আছে এতো টাকা উনি কোথায় পাবেন? তাই বাধ্য হয়ে জনগণের পকেটে তার হাত দিতে হচ্ছে।’

বুধবার (২০ মার্চ) বিকালে চাষাড়া শহীদ মিনারে এক বিক্ষোভ সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল এসব কথা বলেন। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমরা নারায়ণগঞ্জবাসি সংগঠনের সভাপতি নুর উদ্দিন।

সভায় উপস্থিত সদস্যরা সমবেত হয়ে সবাইকে বলেন, আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করবো। এরপর তিতাশ ও তার নেতাদের পাকরাও করবো। পরে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি র‌্যালি বের হয় যা নগরীর প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল,আমরা নারায়ণগঞ্জ বাসি সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদিদ্দন মন্টু, সরকারি কর্মচারি কল্যান সংস্থান সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আমরা নারায়ণগঞ্জ বাসি সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য আহাম্মদ আলী, নাগরিক সচেতন সমাজ এর আহবাায়ক বদরুল হক, সুশিল সমাজ না.গঞ্জ জেলার সভাপতি হাসমত উল্লাহ্, মহা নগর জাসদের সাধারন সম্পাদক মসলে উদ্দিন আহম্মেদ, জেলা ওয়ার্কাস পার্টির নেতা আবু হাসনাত টিপু প্রমুখ।