সরকার সকল শিল্প মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় : মাসুম বিল্লাহ্

লাইভ নারায়ণগঞ্জ : বুধবার (২৭ মার্চ) জাতীয় নাট্য দিবস উপলক্ষে  জেলা শিল্পকলা একাডেমী উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও  পথ নাটক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ্ বলেছেন, নাটক হচ্ছে আমাদেও ব্যাক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের একটা মডেল।
যা জীবনের প্রতিচ্ছবি আকারে আমরা উপস্থাপন করি।  সরকার চায় আমাদের সকল ধরনের শিল্প মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। যা কোনো জাত,বর্ণ, গোষ্ঠী এবং কোনো ধর্ম দ্বারা বিভাজিত না হয়।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার  সৈয়দা সাহিদা বেগমের সভাপতিত্বে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়  বন্দর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সেন্টু, নারায়ণগঞ্জের নাট্য ব্যক্তিত্ব সৈয়দ আহমেদ খসরু, কল্যানী সেবা সংস্থার নারায়ণগঞ্জ জেলা সভাপতি ড. জব্বার চিশতী, সহসভাপতি ইমরান হোসেন, কবি মোস্তফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।