সিদ্ধিরগঞ্জে ওরশে সন্ত্রাসী হামলা,ভাংচুর-আহত -১০

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওরশে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ হামলার ঘটনায় এডভোকেট শহীদ, ফজলুল করিম, মামুন, বকুল, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও সালউদ্দিনসহ কমপক্ষে ১০ জনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

শুক্রবার ১ মার্চ সন্ধ্যায় ৬টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর শাব্দী শাহ (রাঃ) বোগদাদী’র মাজারে অনুষ্ঠিত বাৎসরিক ওরশে এ হামলা ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজের নেতৃত্বে অতিরিক্তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সিদ্ধিরগঞ্জের আজিবপুর হযরত শাব্দী শাহ (রাঃ) বোগদাদী’র মাজারের খাদেম মোখলেছুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের সাইলোগেইট এলাকার মিজানুর রহমান দিপু ওরফে বেয়াদব দিপু ও তার ভাই মিনহাজের নেতৃত্বে ২০-৩০ জন যুবক লাঠি সোটা নিয়ে মাজারের মেলায় এসে হামলা করে ভাংচুর চালায়। এ সময় তারা ১৫ ডেক খিচুরী মাটিতে ফেলে দেয়। তাদের বাধা দিতে চাইলে এডভোকেট শহীদ, ফজলুল করিম, মামুন, বকুল, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম ও সালউদ্দিনসহ কমপক্ষে ১০ জনকে পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহিন শাহ পারভেজ জানান, মাজারের মেলায় দু’পক্ষের মধে মারামারি হয়েছে। এছাড়াও মেলায় কোন অনুমতি না থাকায় মেলা বন্ধ রাখতে বলা হয়েছে। যত ক্ষমতাশালী লোকই হোকনা কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে এমন কাজ করতে দেওয়া হবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments