স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে গাড়িতে ব্যবহৃত সিএনজি গ্যাসের সিলিন্ডারে রান্না করায় সুগন্ধা প্লাস হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৫মার্চ) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন এবং কামরুল ইসলাম মারুফ এ অভিযান পরিচালনা করেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা মো. উজ্জল হোসাইন জানান, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগন সুগন্ধা প্লাস হোটেলে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে গাড়িতে ব্যবহৃত সিএনজি গ্যাসের সিলিন্ডার রান্নার কাজে ব্যবহার করায় ১০০০০ টাকা জরিমানা করেছে।