সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ৪, থানায় মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃর্ত আসামীরা হলেন- শফি আলম এর ছেলে মো. ওমর ফারুক ওরফে রুবেল মিয়া (৩২), শফিউল্লার স্ত্রী মোসা. বিউটি আক্তার (৩০), মৃত. আ. আজিজ লষ্কর এর ছেলে মো. সাদ্দাম হোসেন ওরফে মাইনউদ্দিন লষ্কর (২৪) ও মাজহারুল হকের ছেলে মো. শহিদুল ইসলাম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সোনারগাঁ কাঁচপুর সিনহা গার্মেন্সের সামনে থেকে আসামীদের গ্রেফতার করেন। সে সময় তাদের নিকট থেকে ২৮০ পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি।

জেলা গোয়েন্দা শাখা আব্দুল জলির জানান, আসামীদের গ্রেফতারের পর মো. রুবেল মিয়ার পরিচয় জানতে চায়লে সে সনি চ্যানেল এর সাংবাদিক। অন্যদিকে মোসা. বিউটি আক্তার মানবাধিকার তদন্ত কর্মকতা হিসেবে পরিচয় দেন। কিন্তু তাদের কাছ থেকে কোন প্রকার আইডি কার্ড পাওয়া যায়নি।

পরবর্তীতে মো. রুবেল মিয়ার দেহ তল্লাশি করে ১’শ পিছ ও মোসা. বিউটি আক্তার কাছ থেকে ১’শ পিছ, মো. সাদ্দাম হোসেন নিকট থেকে ৬০ পিস ও মো. শহিদুল ইসলাম এর নিকট থেকে ২০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি।

এর পর আসামীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করা হয়।