স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ হতে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোনারগাঁয়ের আষারিয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার (১২ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, ‘আটককৃতরা মাদক ব্যবসায়ী’।
গ্রেপ্তারকৃতরা হলেন-সানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে এসএম আবু রাসেল স্বপন (৩১) ও সানারপাড় এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে মো. জাবেদ ওমর (৩৬) এবং বগুড়া জেলার ধুনট চর খাদুলি এলাকার মো. আবু বক্কর শেখ এর ছেলে মো. মুকুল হোসেন শেখ (৪৫)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল তল্লাশী করে ২৪৬ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকার এর চালক ও হেলপার এবং মোটরসাইকেলের চালকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।