স্বাধীনতা দিবসে ফিলোসফিয়া স্কুলে ব্যতিক্রমী আয়োজন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের মুক্তিযুদ্ধ; বিষয়ে নানা প্রশ্নের উত্তর লিখছেন কমল মতি শিশুরা। উত্তরপত্রে কে কার থেকে বেশি সঠিক তথ্য দিতে পারছেন; এটা নিয়েই চলছে প্রতিযোগীতা।

সোমবার (২৭ মার্চ) সকাল থেকে শহরের খানপুর এলাকায় অবস্থিত ‘ফিলোসফিয়া ইংলিশ মিডিয়াম এন্ড ইংলিশ ভার্সন স্কুলে শুরু হয় এমন ব্যতিক্রম ধর্ম আয়োজন। চলে দুপুর পর্যন্ত। এতে অংশ নেন ৬ থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগীতাটির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটি ইংরেজি মাধ্যম হলেও শিশুর জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটাতে সব সময়ই বহুমুখী সহ-পাঠক্রমিক কার্যক্রমে সফল অংশগ্রহণের মাধ্যমে প্ররোচিত করি। তারই ধারাবাহিকতায় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে সাধারণ জ্ঞানের ব্যতিক্রমি এই আয়োজন।

প্রতিযোগীতা শেষে ফলাফল ঘোষণা করেন বিচারকরা। পরে বিজয়দের হাতে পুরস্কার তোলেদেন ফিলোসফিয়া ইংলিশ মিডিয়াম এন্ড ইংলিশ ভার্সন স্কুলের চেয়ারপারসন মোহাম্মদ হাতেম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ হাতেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। সেই ডাকে বাঙ্গালী জাতি ঝাপিয়ে পড়েছিলো স্বাধীনতার যুদ্ধে। আমাদের স্কুলের যারা শিক্ষক আছে তাদের প্রত্যেকের উচিৎ শিক্ষার্থীদের বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানানো। শিক্ষার্থীদের অনুধাবন করতে হবে স্বাধীনতা দিবস আসলে কি, কেন হয়েছে। মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরতে হবে। গুলো জানা তাদের জন্য জরুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ফিলোসফিয়া ইংলিশ মিডিয়াম এন্ড ইংলিশ ভার্সন স্কুল’র ভাইস চেয়ারপার্সন সেলিনা বেগম, মেম্বার সেক্রেটারী বাবু, পরিচালক মো. সাইফুল ইসলাম, মোসা: হুমাইরা রহমান, মো. ইকবাল হোসাইন শিপন, মো. জাহাঙ্গীর মিয়া প্রমুখ।