স্বাধীন দেশ গড়ার জন্য সর্ব প্রথম রক্ত দিয়েছিল পুলিশ: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘সাংসদ শামীম ওসমান বলেছেন যে, এটা আমার শ্বশুর বাড়ির দেশ। সুতরাং এখানে আমার নারীর প্রতি টান আছে, এটাই স্বাভাবিক। আমি ঘুরে ফিরে এখানে আসি। এবার বিজয়ে সর্ব প্রথম আমি নারায়ণগঞ্জকে বেছে নিয়েছি।’
বুধবার (২ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে আনন্দ সন্ধায় পুরিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারী নব নির্বাচিত সাংসদ শামীম ওসমানের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মো. জাবেদ পাটোয়ারী বলেন, স্বাধীন দেশ গড়ার জন্য সর্ব প্রথম রক্ত দিয়েছিল পুলিশ। আর যখন আগুন সন্ত্রাস দেশটাকে গ্রাস করে সে সময়ও ঝুঁকি নিয়ে জীবন দিয়ে দেশ রক্ষা করে পুলিশ বাহিনী। গত নির্বাচনে যুদ্ধপরাধির চক্রে ১৭ পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে ২৫০ পুলিশ সদস্য। এখনো অনেক পুলিশ হামলার কারণে পঙ্গু হয়ে আছেন। ১৯৭১ সালের পর এই প্রথম সবচেয়ে কম সহিংসতা হয়েছে নির্বাচনে। বাংলাদেশ পুলিশের একটি সদস্যও আহত কিংবা নিহত হয়নি। এটি আমার কাছে সবচেয়ে আনন্দের ও গৌরবের বিষয়।

তিনি সর্বশেষে বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে কয়েকদিন আমাদের পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছে। নির্বাচনের পূর্বেও দেশে যেমন শান্তিপূর্ণ পরিবেশ ছিল, নির্বাচনের দিন ও পরেও তেমন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে দেশের ৬৪ জেলায়। ৪২ হাজার ভোট কেন্দ্রের মধ্যে মাত্র কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সহিংসতা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচনটি ছিল শান্তিপূর্ণ।

এসময় উপস্থিত ছিলেন সাংসদ সেলিম ওসমান, গোলাম দস্তগীর গাজী, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী এমপি হোসনে আরা বেগম বাবলী প্রমুখ। এমপিরা বক্তব্যে সর্বশেষ ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments