২ মামলায় চারজনের ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুইটি মামলায় ৪ জনকে ২ দিন করে রিমান্ডে নিয়েছে আড়াইহাজার থানা ও সোনারগাঁও থানা পুলিশ।রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলেন মো. কাজল (২৫), মো. জনি (২০), মো. আ. রহিম (২৪), মো. মিজান (২৩)।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে শুনানী শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ূন কবির এর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মো. কাজল (২৫), মো. জনিকে (২০)৭ রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ।

অন্যদিকে, মো. আ. রহিম (২৪), মো. মিজানকে (২৩) ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন এর আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এজহার সূত্রে জানা যায়, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মার্চ মো. কাজল (২৫), মো. জনিকে (২০)ও ৪ মার্চ আ. রহিম (২৪), মো. মিজানকে (২৩) মাদকদ্রব্য বিক্রির সময় গ্রেপ্তার হয়।

সে সময় মো. কাজল ও মো. জনির নিকট থেকে ২’শ লিটার দেশীয় চোলাই মদ এবং মো. আ. রহিম ও মো. মিজান এর নিকট থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

কোর্ট পুলিশ পরির্দশক হাবিবুর রহমান বলেন, আসামীরা মাদক মামলার সাথে জড়িত। সুষ্ঠু তদন্তের ২ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments