৮ম শ্রেণীর শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে তুলে নিয়ে এক লম্পট ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শুক্রবার (৫ এপ্রিল) সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ঘটে।

ধর্ষিতার পিতার মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ মার্চ অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোরী মেয়ে যথাযথ সময়ে স্কুলে যায়। ঐ দিন স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ছিলো। স্কুলে পৌঁছা মাত্র একই এলাকার কবির হোসেনের ছেলে শাহজালাল কৌশলে কিশোরীকে পাশ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে নজরুল ইসলামের ছেলে রায়হান কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এসময় শাহজালাল ও বাকি মিয়ার ছেলে রাসেল পাহারত অবস্থায় ছিলো। এ ঘটনায় কিশোরীর পিতা রিপন মিয়া বাদী হয়ে শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।