অটোরিকসা ছিনতাকারী চক্রের সদস্য আটক

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী চক্রের সদস্য আলআমিন মিয়াকে এলাকাবাসী আটক করে। পরে তাকে পুলিশে সোর্পদ করে। সোমবার সকালে তাকে ইছাখালী এলাকা থেকে আটক করা হয়। সে গোপালগঞ্জ জেলার ডালনিয়া গ্রামের আনোয়ার হোসেন চুন্নুর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক বাদশা আলম জানান, সোমবার সকালে ইছাখালী এলাকা থেকে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টাকালে আল-আমিন মিয়াকে স্থানীয় আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।