স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় কর্ম দক্ষতা ও ভাল কাজের ভিত্তি আফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কার বিতরণ, মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৫ম ব্যাচ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব উন নবী, সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া, সহকারী পুলিশ সুপার মো. হেলালুর রহমান, পুলিশ পরিদর্শকগনসহ অফিসার ও ফোর্স।