অনেকে তাহাজ্জুদের নামাজও কাজা করে না, কেউ বিশ্বাস করে না: আনোয়ার হোসেন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সবাপতি আনোয়ার হোসেন বলেছেন, অনেকে বলে যে তারা তাহাজ্জুদের নামাজও কাজা করে না। আশি রাকাত নামাজ পরে। তারা মিথ্যা বলতে বলতে এখন সত্য বললেও ওই নেতার কথা কেউ বিশ্বাস করে না। তাই এইসব কথা বলে আর লাভ নেই। আপনাদের শেষ সময় আসন্ন। কেউ কেউ বলে, নারায়ণগঞ্জের মাটি অমুক ভাইয়ের ঘাটি। এসব কথা বলবেন না। যারা এগুরি বলে, তারা নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করে।

মহানগর আওয়ামী লীগের উদ্যেগে শনিবার (১৮ মার্চ) বিকেলে শহরের ২ নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালের সামনে আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, জাতীয় পার্টি আওয়ামী লগের ঘারে ভর করে অনেক আকাম কুকাম করছে। কয়েকদিন আগে এই ফরাজিকান্দায় জাতীয় পার্টির সন্ত্রাসীরা কি কর্মকান্ডটাই না করেছে। আওয়ামী লীগের ভোট নিয়ে রাজাকারদের প্রতিষ্ঠিত করবেন, এটা হতে দিবো না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যদি লাঠি নিয়ে মাঠে নামি তাহলে পালানোর পথ পাবেন না। তাই সাবধান হয়ে কথা বার্তা বলবেন। বড় বড় কথা বলেন বিএনপির ভাইয়েরা। আপনার নেত্রী নামাজ পরে কিনা জানি না। মানুষ জানে সে রাতে নামাজ পরে না অন্য পানি-টানি খায়।

এ সময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।