অপরাধ গায়ের রং কালো: ১ মাস আটক রেখে নির্যাতন, আত্নহত্যার চেষ্টা

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শুধু কালো হওয়ার কারণে স্ত্রীকে তার স্বামী টানা এক মাস ঘরে আটক রেখে অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। শনিবার (৬ এপ্রিল) রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঘরের তালা ভেঙ্গে ঐ গৃহবধূকে উদ্ধার করেছে।

থানায় দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার সেনপাড়া এলাকার নুরুল করিমের মেয়ে সাথী আক্তারের সঙ্গে পেরাব আমবাগ এলাকার বাচ্চু ভূঁইয়ার ছেলে ফাহিম মিয়ার ছয় বছর আগে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা ভুলতা এলাকায় বসবাস করে আসছে। কালো ও খাটো হওয়ার অভিযোগ তুলে গত ছয় মাস ধরে সাথী আক্তারকে নির্যাতন চালিয়ে আসছে। আর এক মাস ধরে ঘরে আটক রেখে প্রায়শ অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। সর্বশেষ শনিবার (৬ এপ্রিল) রাতে পুনরায় তাকে বিষপান করিয়ে মেরে ফেলার চেষ্টা করে। সাথী আক্তার কৌশলে বিষয়টি তার পিতাকে জানালে তার পিতা রূপগঞ্জ থানা পুলিশের শরণাপন্ন হয়। পরে রূপগঞ্জ থানার উপপরিদর্শক রিপন আলী ঘটনাস্থলে গিয়ে সাথী আক্তারকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী ফাহিম পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

রূপগঞ্জ  থানার উপপরিদর্শক রিপন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।