রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় মেরিন সিটি নামে একটি আবাসন কোম্পানীতে হামলা করেছে সন্ত্রাসী ও চাঁদাবাজরা। এসময় প্রতিষ্ঠানের ড্রেজারের পাইপ ভাংচুর ও অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায়।
মেরিন সিটি আবাসন কোম্পানীর প্রকল্প ব্যবস্থাপক জহির জানান, উপজেলার কালনী, হিরনাল, জিন্দাসহ আশেপাশের কয়েকটি মৌজা নিয়ে মেরিন সিটির প্রকল্প গড়ে উঠেছে। হিরনাল এলাকার সন্ত্রাসী হুমায়ুন কবীর মিঠু ও তার সহযোগীরা বহু দিন ধরে আবাসন কোম্পানীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে শনিবার সকালে মিঠু, হালিম মোল্লা, জামান মোতাহার ফকির, নয়ন, রুবেলসহ আরো ২৫/৩০জন অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মেরিন সিটির অফিসে হামলা চালিয়ে ড্রেজার ভাংচুর ও মেরিন সিটির সাইড অফিসে তালা ঝুলিয়ে দেয়।
এ ব্যাপারে মিঠুর সঙ্গে যোগযোগ করা হলে তিনি বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যাবলে দাবী করেন। মেরিন সিটি জোর নিরিহ কৃষকের জমি ভরাট করে ফেলেছে। মেরিন সিটির বিরুদ্ধে আমি মামলা করেছি বিধায় আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো চেষ্টা করছে।
রূপগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আবাসন কোম্পানীর অফিসে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে ।