অবশেষে অভিযান: কিউরিয়সিটিসহ ৩ কোচিং সেন্টারের অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করতে কোচিং সেন্টার বন্ধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কয়েকটি কোচিং সেন্টারকে অর্থদন্ড প্রদান ও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়েছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম মারুফের নেতৃত্বে নগরীর কলেজ রোড ও মাসদাইর এলাকার কোচিং সেন্টারে অভিযান চালানো হয়।

এ সময় কয়েকটি কোচিং সেন্টার সরকারী আদেশ অমান্য করে কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী তাদেরকে অর্থদন্ড প্রদান এবং কোচিং সেন্টার বন্ধ ও অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়।

কোচিং সেন্টার গুলো হলো; আল্লামা ইকবাল রোডের একাউন্টিং গ্যালারী, টাংগাইল ক্যাডেট এন্ড একাডেমিক স্কুল ও কিউরিয়সিটি।

এর আগে সরকারী আদেশ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২৮ জানুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ মোতাবেক নগরীর কলেজ রোড ও মাসদাইর এলাকায় এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ঘোষণায় সকল কোচিং সেন্টার একমাস বন্ধের নির্দেশনা রয়েছে। আগামী এক মাস সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং এই নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ‘এখনো চলছে কোচিং কার্যক্রম, শিক্ষা ও পুলিশ প্রশাসনের দু রকম ভাষ্য’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে লাইভ নারায়ণগঞ্জ। পরদিন বিভিন্ন পত্রিকায় ওই নিউজটি প্রকাশ হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে ২ ফেব্রুয়ারি এসএসসির প্রথম দিনে কোচিং সেন্টারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক রাব্বি মিয়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments