লাইভ নারায়ণগঞ্জ: অবশেষে গ্রেফতার হলেন ফতুল্লার চিহ্নিত তেল চোর ইকবাল হোসেন। ডিবি পুলিশের একটি টিম ফতুল্লা লঞ্চঘাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে তেল চুরি করিয়া সিন্ডিকেটের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়া বিক্রি করার কথা স্বীকার করে।
বুধবার (১৫ মার্চ) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
১২ মার্চের ফতুল্লা থানার মামলা নং- ৩৯(০৩)১৯, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫- খ(১) মামলার এজাহার নামীয় আসামী ইকবাল। জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে কুচক্রী মহলের প্ররোচনায় ও স্বার্থান্বেষী মহলের সহযোগীতায় সে ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা পিটিশন দায়ের করে।পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের পেছনে কারা কারা প্ররোচনা দিয়েছে এবং তাদের নাম ঠিকানা উক্ত জিজ্ঞাসাবাদে জানা যায়। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা আপাতত সম্ভব হচ্ছে না। তেল চোর ইকবাল হোসেন তেল চুরির ঘটনা স্বীকার করে এবং অন্যের প্ররোচনায় ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়াছে মর্মে স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাওসার আলম মহোদয়ের আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।