অবশেষে নগরীতে জেব্রা ক্রসিং!

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: লাঠিতে বড় করে নিশ্চিন্ত মনেই রাস্তা পারাপার হচ্ছে আব্দুল কুদ্দুস মিয়া। স্বাভাবিক ভাবেই হেটে যাচ্ছেন, তাকাতে হচ্ছে না এদিক, সেদিন। একই ভাবে হেটে রাস্তা পাড় হচ্ছেন রহিমও। হাতে ব্যাগ নিয়ে স্বাচ্ছন্দেই হাটছেন তিনি।

শুধু রহিম কিংবা কুদ্দুস নয়, তাদের মতোই রোববার (৩১ মার্চ) সকাল থেকে বঙ্গবন্ধু সড়কে অনেকটা নিশ্চিন্তেই চলাচল করতে পারছেন শিশু বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ। অথচ, গতকালও গাড়ির ফাঁকে হাত উঁচিয়ে সড়ক পারাপার হতে হয়েছে এখানকার পথচারীদের। চলাচল করতে গিয়ে নিতে হয়েছে জীবনের চরম ঝুঁকি।

লাইভ নারায়ণগঞ্জসহ বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় নিরাপদ সড়কের দাবি উঠালে নগরীর বঙ্গবন্ধু সড়কে জেব্রা ক্রসিং স্থাপনের সিদ্ধান্ত নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এরই ফলে গত ২৯ ও ৩০ তারিখ রাতে বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব, ব্যাংকের মোড়, নূর মসজিদ, চাষাড়ার সুগন্ধা বেকারি ও শহীদ মিনারের সামনে জিব্রা ক্রসিং স্থাপন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেব্রা ক্রসিং থাকাতে অনেকটা নিশ্চিন্ত মনে ধীরে স্বস্তিতে সড়ক পারাপার হচ্ছে পথচারীরা।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাফিক আইনের একটা অংশ হচ্ছে এ জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং থাকলে মানুষ অনেক সহজে রাস্তা পারাপার হতে পারে। এতে দূর্ঘটনার ঝুঁকিও কমে।

শহরের চাষাড়া দিয়ে জেব্রা ক্রসিং পার হচ্ছেন একজন শিক্ষানবিশ শিক্ষক। তাকে জিজ্ঞেস করতেই বললেন, নারায়ণগঞ্জে ইতিহাসে প্রথম জেব্রা ক্রসিং এর ব্যবহার করছি। অনেকেই এর ব্যবহার জানেন না। যারা জানেন, তারা ঠিকই এর ভেতর দিয়েই রাস্তা পার হবে। এত করে জানযট যেমন কমবে, ঠিক তেমনি সড়ক দুর্ঘটনাও কমবে।

পাশে থাকা আরেকজন শিক্ষক জানান, এখন দরকার বেশি বেশি প্রচারণা। কেন এ জেব্রা ক্রসিং এটা সকলকে বুঝাতে হবে, এর ব্যবহার সমন্ধে জানাতে হবে। সমাজের সূধীমহল সিটি করপোরেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। রাস্তায় দুর্ঘটনা ও জানযট এড়াতে হলে ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে আমাদের সকলকে।