স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শিক্ষার্থী হিসেবে মোটামুটি হলেও সুন্দর হাতের লেখার জন্য বরাবরই বেশি নম্বর পেতেন সাইফুল ইসলাম অভি (ছন্মনাম)। তাই ভালো পড়া জানা সহপাঠীদের হিংসার কারণও ছিলেন তিনি। একই অবস্থা শামিমারা হাবিব স্বর্ণারও।
ক্লাসে মুক্তোর মতো অক্ষরে লিখে প্রশংসিত হতেন প্রায়ই। কম লেখে এগিয়ে থাকতেন নম্বরের দিক দিয়েও।
এবার সেই সাইফুল ইসলাম অভি ও শারমিন হাবিব স্বর্ণাদের খোঁজছে নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতের লেখা সুন্দরের প্রতিযোগিতায় আয়োজন করেছে সরকারের এই সংস্থাটি।
আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর ৩ টায় এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় ৩ গ্রুপে অংশ গ্রহণ করতে পারবে ছাত্র-ছাত্রীরা। ‘ক’ গ্রুপে অংশ গ্রহণ করবে ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী। ‘খ’ গ্রুপে অংশ গ্রহণ করবে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী। ‘গ’ গ্রুপে অংশ গ্রহণ করবে ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ।
জেলা গণগ্রন্থাগারের এমএম মোশারফ হোসেন বলেন, শিক্ষার পাশা-পাশি হাতের লেখার মানবৃদ্ধি করতেই এ প্রতিযোগীতা। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে থেকে বাছাই করা। পরবর্তীতে বিজয় হওয়া ১ম, ২য় ও ৩য় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সমর্থন ও উৎসাহিত করতে প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।