অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি চক্রান্তের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ : শুক্রবার (২২ মার্চ) বিকেলে নগরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ও ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সিপিবির কেন্দ্রীয় সদস্য এড. মন্টু ঘোষ, বাসদের জেলা সংগঠক আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস ও ন্যাপের জেলা সম্পাদক এড. আওলাদ হোসেন। সমাবেশ ও মিছিলে রাজনীতি, সংস্কৃতি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা সরকারের অযৌক্তিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, সরকারের সাথে সংশ্লিষ্ট বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়ার জন্যই সরকার এ কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে সাথে-সাথে পরিবহন-ভাড়া, বাড়ি-ভাড়া, চাল-ডাল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-মূল্য সহ সবকিছুর দাম বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠবে। এইটি হবে সরকারের তীব্র গণবিরোধী একটি পদক্ষেপ।