স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: চিকিৎসাধীন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানকে দেখতে গিয়েছেন জেলা যুবদল নেতা শহীদুর রহমান স্বপন। শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকায় বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে মান্নানের সাথে সাক্ষাৎ করেন তিনি।
এব্যাপারে স্বপন লাইভ নারায়ণগঞ্জ বলেন, উনি হৃদরোগের কারণে শুক্রবার (১ মার্চ) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসক জানিয়েছেন, আপাতত তার অবস্থা আশঙ্কাজনক না হলেও পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে সম্পূর্ণরূপে তার অবস্থা বলা যাবে। তাই আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে তাকে।
উল্লেখ্য, শুক্রবার (১ মার্চ) হৃদরোগের কারণে আজহারুল ইসলাম মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।