স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পি.পি অ্যাডভোকেট মো. সুলতানুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইনজীবী সমিতি পরিষদ।রোববার (৩ জানুয়ারী) সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ ট্রাইবুনাল কক্ষে মরহুমের রূহের মাগফেরাতের জন্য শোক সভা ও দোয়ার আয়োজন করা হয়।শোক সভায় উপস্থিত ছিলেন, সম্মিলিত আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোহসীন মিয়া, অ্যাডভোকেট পি পি এসএম ওয়াজেদ আলী খোকন, অ্যাডভোকেট পি পি নাসিমা বেগম, অ্যাডভোকেট পি পি বিভা কর্মকার পুজা, অ্যাডভোকেট সাখাওয়াত, অ্যাডভোকেট আল-আমিনসহ আরো অনেকে। আইনজীবীরা মরহুমের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থণা করে।
