লাইভ নারায়ণগঞ্জ: ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
১০ জানুয়ারী আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে নির্বাচনি তফসিল প্রকাশ করা হয়। সেখানে বলায় হয়, ১১ থেকে ১৩ জানুয়ারী(বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করতে পারবে। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ তালিকা প্রকাশ করা হবে ১৪ জানুয়ারী। মনোনয়ন পত্র প্রত্যাহার আগামী ১৫ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত করা যাবে। চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হবে ১৮ জানুয়ারী। এরপরই ২৮ জানুয়ারী আইনজীবী সমিতির নবনির্মিত বার ভবনের দ্বিতীয় তলায় বোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মো.সামসুল ইসলাম ভূইয়া।