লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নগরে শো-ডাউন করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।
শনিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় সেন্ট্রাল খেয়াঘাট থেকে বাদ্য বাজনা নিয়ে বিশাল মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে মেয়র আইভীর সভায় যোগ দেন তিনি।
এ সময় মিছিলে সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দেয়ায় দলের প্রধান শেখ হাসিনা নামে স্লোগান দেয়া হয়। এর পাশাপাশি নৌকা প্রতীকের জয়ে স্লোগানে মুখরিত হয় শহরবাসী।