আইসিটি অলিম্পিয়াড জেলা টিমের প্রথম আলোচনা সভা

লাইভ নারায়ণগঞ্জ: আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নারায়নগঞ্জ জেলা টিমের ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে প্রথম আলোচনা সভা হয়েছে। শুক্রবার (৬ মে) ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা টিমের উদ্যোগে নারায়নগঞ্জের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও টেকনিক্যাল টিম গঠন ও পরিচালনা বিষয়ক আলোচনা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা টিমের প্রধান সুজন মিয়ার নেতৃত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ঢাকা ডিভিশনাল টিমের ইভেন্ট প্লানার কামরুন্নাহার।

এছাড়াও এই আলোচনাসভায় মূল্যবান ও ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধান করেছেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নারায়নগঞ্জ জেলা টিমের সকল সদস্যবৃন্দ।

সভার সভাপতিত্ব করেন সুজন মিয়া এবং টিমের সকল সদস্যবৃন্দ দিপ্ত হালদার, শরিফ হাসান, আকাশ ঘোষ,এ এইচ সাগর, মিলন মিয়া, এম এইচ শান্ত, আয়েশা এ.জেড, জাহান নুসরাত, মুমতাহিনা, মেহেদী নূর।