আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে : বস্ত্র ও পাট মন্ত্রী

রূপগঞ্জ প্রতিনিধি, লাইভ নারায়ণগঞ্জঃ  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

শনিবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে। জাতীয় শ্রমিক লীগের আওতাভুক্ত রূপগঞ্জ উপজেলা শ্রমিক কল্যান কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানালে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এসব কথা বলেন।

শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তি পূর্ণ ও নিরাপদ থাকে সে দিকটাও বিশেষ দৃষ্টি দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে। সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো, এ দেশের মেহনতি মানুষের জন্য।

তিনি আরো বলেন, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও নিশ্চয়তা প্রদানেও সরকার সব সময় তৎপর। শিল্পাঞ্চল ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার শ্রমিক কল্যান কমিটির সভাপতি হাজী বেলায়েত হোসেন ভুইয়া, সাধারন সম্পাদক শাহ মোবারক হোসেন খান শাহিন, সহসভাপতি আলী হোসেন মোল্লা, যুগ্নসম্পাদক আবু জাবের বাবুল,  আল আমিন সিকদার বাবু,  সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, প্রচার সম্পাদক আল আমিন আয়নালসহ অনেকে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments