স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আপনার কি ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানে না? অবশ্যই জানেন। আগামী ১০-১২ দিনের মধ্যে টের পাবেন। কারো পদত্যাগ করতে হবে না, দরকার হলে আমি একা করবো।’
শনিবার (৬ এপ্রিল) বিকালে ইসদাইর অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক জরুরী কর্মী একথা বলেন শামীম ওসমান।
‘নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারকে ধংসের চক্রান্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ লেখা ব্যানারে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ নেতাকর্মীরা।
নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘পোষাকধারী সন্ত্রাসীদের মানুষ দেখতে চায় না। কর্মীসভা করেন, কাউকে ভয় পাবেন না। নির্ভয় নিজ নিজ এলাকায় অবস্থান করেন কর্মীসভা করেন কাউকে ভয় পাবেন না। আমরা সিনিয়র নেতাদের সাথে বসে, যে সকল কর্মসূচি দিবো, আপনারা তা পালন করবেন।’
শামীম ওসমান আরো বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে অনাচার দূঃশাসন করতে পারবে না। খোদার কসম যদি কোন ব্যবসায়ী, জনসাধারণ, নেতাকর্মী ও সাংবাদিকদের খোঁচাবেন, তাহলে অগ্নিদগ্ধ জনবিস্ফোরণে ধ্বংস হয়ে যাবেন।’