আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামীর উদ্ভাবক: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ: বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নতুন নতুন আবিস্কার ও উদ্ভাবনের মাধ্যমেই রুপান্তরিত হবে ২০৪১ সালের উন্নত বাংলাদেশে। আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক।

সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ চাষাঢ়া প্রিপারেটরী স্কুলের বিজ্ঞান মেলা পরিদর্শনে এসে জেলা প্রশাসক রাব্বী মিয়া এ কথা বলেন।

জেলা প্রশাসনের উদ্যেগে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজন করা হয়।

এই মেলায় নারায়ণগঞ্জের ৪০ টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রায় ৯০ টি প্রকল্প উপস্থাপন করা হয়। তার মাঝে সড়ক যোগাযোগ সহজীকরণ, নিরাপদ সড়ক, নিরাপদ বাসস্থান, জ্বালানি নিরাপত্তা, গ্রীণ হাউস, ড্রোণ প্রযুক্তি, বন্যার পূর্বাভাস ব্যবস্থা, ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা ইত্যাদি অন্যতম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার মো. শরীফুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ।