স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কাউন্সিলর নাজমুল আলম সজলকে শিশু সাদমান সাকি অপহরণের ঘটনায় জড়ানোর প্রতিবাদে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আব্দুল করিম বাবু।
বুধবার (২০ মার্চ) দুপুরে নগরীর নারায়ণগঞ্জ ক্লাবের চতূর্থ তলায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
কাউন্সিলর আব্দুল করিম বাবুর ভাষ্য, আজকের পর থেকে এ ধরণের আর কোন কিছু হলে আমরা বসে থাকবো না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কোন কিছু হলেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, সাথে সাথে আইনী ব্যবস্থাও নিবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের মো. আরিফুর হক হাসান, ২৩নং ওয়ার্ডের সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, ৮নং ওয়ার্ডের রুহুল আমিন, ২০ নং ওয়োর্ডের গোলাম নবী মুরাদ, ১৯ নং ওয়ার্ডের মোঃ ফয়সাল সাগর, ২৭ নং ওয়ার্ডের কামরুজ্জামান বাবুল, ২নং ওয়ার্ডের আলী হোসেন আলা,২১ নং ওয়ার্ডের হান্নান সরকার, ২৫ নং ওয়ার্ডের এনায়েত হোসেন, ১২ নং ওয়ার্ডের শওকত হাসেম শকু, ২৬ নং ওয়ার্ডের মোঃ সামসুজ্জোহা, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমীন হাবিব বিন্নী, ২৫,২৬,২৭ নং ওয়ার্ডের হোসনে আরা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মনোয়ারা বেগম ও ১৯,২০,২১ নং ওয়ার্ডের শিউলি নওশাদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৬ মার্চ নাজমুল আলম সজলকে দায়ি করে শিশু সাকির পিতা সৈয়দ ওমর খালেদ উরফে এপন বলেন, সাকিকে উদ্ধারের বিষয়ে প্রশাসন কিছু করতে পারবে না। তাদের কাছে গেলে বলে, ‘ওরা শামীম ওসমানের লোক, আমাদের পক্ষে সম্ভব না। উপরের কিছু নির্দেশনার ব্যাপার আছে।’