স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শিক্ষার মানকে এগিয়ে নেয়ার জন্য বছরের প্রথম দিনেই ছাত্র-ছাত্রীদের মাঝে বই পৌছে দিয়েছেন। কেননা আজকের শিক্ষার্থীরাই আগামি দিনে দেশের হাল ধরবে এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিবে।’
মঙ্গলবার (১লা জানুয়ারি) নগরীর পাইকপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বই উৎসবে বই বিতরণ কালে ১৭ নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল করিম বাবু এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য ফারহানা কবির, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আকবর হোসেন, আশ্রাপ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ, যুক্তিবিদ্যা প্রভাষক সালমা আক্তার ডলিসহ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
বাবু আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ৩য় বারের মত প্রধান মন্ত্রী করার জন্য আমি আপনাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমানকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।