স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আসামী রাজিব নামের এক যুবককে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া হাসান নামের আরও এক ব্যক্তির রিমাণ্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুরে দুই আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মদ হুমায়ুন কবির’র আদালত এ সিদ্ধান্ত নেয়।
রিমাণ্ড প্রাপ্ত আসামী হলেন- ফতুল্লার কাঠেরপুল এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. রাজিব। এছাড়া কারাগারে প্রেরিত হাসান একই এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ইনপেক্টার মো. আজিজুল হক আদালতকে জানান, প্রাথমিক তদন্তে বাদির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ, মুখ খোলার সাহস পর্যন্ত পায় না। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানের মতো যথেষ্ঠ সাক্ষ প্রমান পাওয়া যাচ্ছে।
এর আগে সংঘর্ষের ঘটনায় গত ২৩ মার্চ গিয়াসউদ্দিন ও আজমত আলীকে আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোস্তফা কামাল গ্রুপের আব্দুল গফুর। এঘটনায় প্রায় ১ কোটি টাকা মালামাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।