আজ থেকে বন্ধ কোচিং সেন্টার

লাইভ নারায়ণগঞ্জ: আজ থেকে ৬ মে পর্যন্ত সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার।
এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এই নির্দেশনা অমান্য করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। আজ থেকে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ মে পর্যন্ত। ১২ থেকে ২১ মে এর মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণাদেন।

তিনি বলেন, দেশে নানা রকমের কোচিং সেন্টার রয়েছে। আইডিয়ালি কী হওয়ার কথা, শুধু যে পরীক্ষা হচ্ছে সে পরীক্ষার কোচিং বন্ধ থাকলে চলত। কিন্তু আমাদের এখানে একই জায়গায় ভিন্ন ভিন্ন রকমের কোচিং হয়। আর এর আগে যখন কোচিং সেন্টার খোলা রাখতে নিষেধ করা হয় তখনও কিছু অসাধু ব্যক্তি নানাভাবে ওই নিষেধাজ্ঞাকে এড়িয়ে অসাধু উপায় অবলম্বন করেন এবং কোচিং সেন্টার খোলা রাখার বিভিন্ন চেষ্টা চালিয়ে যান। সে কারণে আমরা বাধ্য হয়েই সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখছি। এইচএসসি পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধ রাখা হলে অন্য স্তরের শিক্ষার্থীদের যে অসুবিধা হতে পারে এ বিষয়ে আমরা সচেতন। ভবিষ্যতে এবিষয়ে আলোচনা করে একটি যৌক্তিক সমাধান খোঁজার চেষ্টা করা হবে।