লাইভ নারায়ণগঞ্জ: দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দেশের সকল জেলা সদরে এবং শুক্রবার সকল মহানগরীতে এ কর্মসূচি। যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ কর্মসূচী যথাযথভাবে পালন করতে আহ্বান জানান যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
কেন্দ্রীয় সেই কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) বিক্ষোভ করবে নারায়ণগঞ্জ জেলা যুবদল। যুবদলের একাধীক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। তারা জানান, সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।