লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সুতা ব্যাবসায়ীদের জাতীয় সংগঠন ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা (৫২) কে র্যাব পরিচয়ে তুলে নেয়া হয়েছে। শানিবার (১৫ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় নগরীর টানবাজার ইয়ার্ণ মার্চেন্ট ক্লাব থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা জানায়। এসময় নীচে র্যাবের গাড়ী দেখেছে তারা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে তারা।
লিটন সাহাকে আটকের বিষয়ে র্যাব-১১ এর কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত এব্যাপারে কোন তথ্য আমাদের কাছে আসেনি।
এদিকে শনিবার সন্ধ্যায় ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আসলে আটকের বিষয়টি সত্য নয়। আমি তখন ইয়ার্ন মার্চেন্ট ক্লাবে ছিলাম। বিকেলে র্যাবের লোকজন এসে বললো স্যার (কর্মকর্তা) আপনার সাথে কথা বলবেন। তখন আমি তাদের সাথে গিয়ে কথাবার্তা বলে, চা খেয়ে চলে আসি। এর বেশী কিছুই ঘটেনি।