আড়াইহাজারে সুমন ডেইরি ফার্ম থেকে ২ টি মহিষ চুরি

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সুমন ডেইরি ফার্ম নামের একটি গরু খামার থেকে ২ টি মহিষ চুরি হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক দাবি করছেন, মহিষ দুটির ওজন ১৫ মন আর মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে।

আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া গ্রাম থেকে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কলাগাছিয়া ঈদগাহ ও মাদরাসা সংলগ্নে অবস্থিত ওই ফার্ম।

ফার্মের মালিক আমজাদ হোসেন জানান, রাত ২ টা পর্যন্ত তিনি ফার্মের পাহারায় ছিলেন। তখন এলাকায় বিদ্যুৎ ছিলনা। ২ টার দিকে বিদ্যুৎ আসলে তিনি তালাবদ্ধ ফার্মের পাশের কক্ষে শুয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় অজ্ঞাত চোরেরা ফার্মের তারের বেড়া কেটে ও তালা ভেঙ্গে তার ফার্মে থাকা ছোট বড় ২৫ টি গরু ও দুটি মহিষের মধ্যে থেকে উল্লেখিত মহিষ দুটি চুরি করে নিয়ে যায়।

তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নিবেন বলেও জানান।