আদালতপাড়ায় নারী দিবস উদযাপনে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আদালতপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১১ টায় নারায়ণগঞ্জের আদালতপাড়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।

মানবন্ধনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদের মধ্যে অন্যতম: জাতীয় মহিলা সংস্থা (নারায়ণগঞ্জ শাখা), বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক, একতা দু:স্থ মহিলা কল্যাণ সমিতি, কল্যাণী সেবা সংস্থা, সরকারি তোলারাম কলেজ সহ আরও অনেক প্রতিষ্ঠান। এর আগে, আদারতপাড়ায় একটি র‌্যালী বের হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহিলা অধিদপ্তরের উপ পরিচালক কামিজা ইয়াসমিন, নারায়ণগঞ্জ মহিলা অধিদপ্তরের কর্মকর্তা জেসমিন, বীর মুক্তিযোদ্ধা ফরিদা বেগম, নারায়ণগঞ্জ মহিলা কলেজের শিক্ষিকা রোমানা জাহান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম, অ্যাডভোকেট নুর জাহান, এডাব এনজিও প্রতিনিধি প্রদীপ কুমারসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments