আনতে গিয়ে ফেরা হলো না রফিকের, যুবলীগ নেতার ইটভাটা থেকে লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নেন বেলদী দুয়ারা এলাকায় ঘটে এ ঘটনা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে বেলদী দুয়ারা এলাকার শাহাজাহান সিরাজের ছেলে মাটি ব্যবসায়ী ইটভাটা থেকে মাটি বিক্রির টাকা আনতে বের হয়।

এরপর আর সে বাড়ি ফিরেনি। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামের মালিকানাধীন এমএবি ইটভাটার ভিতরে একটি ঘরের কক্ষে ব্যবসায়ী রফিকুলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে ওই ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে হত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ জাহাঙ্গীর, পিন্টু দাস ও মোতালিব নামে ৩ জনকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বলেন, ইটভা

টার ভিতরে একটি ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তার দেহে আঘাতের কোন চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। লাশকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।