আনন্দের চাপায় রিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় কামাল হোসেন(৩৫) নামে এক বেটারী চালিত অটো রিকশার চালক নিহত হয়েছে। এসময় স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।

নিহত কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। সে ফতুল্লার আলীগঞ্জ কাজিপাড়া এলাকায় বসবাস করে স্থানী সাসুদের অটো রিকশা ভাড়ায় চালায়।
বৃহস্পতিবার বিকালে পুরাতন সড়কের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ঢাকাগামী ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২ নম্বরের বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হয়। এসময় বাসসহ বাসের চালক রবিউল আওয়ালকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments