আনসার সিকিউরিটি সংঘর্ষে আহত-৪

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার কায়েমপুরে প্যারাডাইজ ক্যাবল কারখানায় আনসারদের সঙ্গে প্রহরীদের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে বকেয়া বেতনের দাবীতে আনসার সদস্যরা ফুঁসে উঠে, তাদের শান্ত থাকার আহবান জানিয়ে সিকিউরিটি সদস্যরা আসলে উভয়ের মধ্যে মারধর ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৪ জন আনসার সদস্য আহত হয়্ আহতরা হলেন, সিদ্দিকুর রহমান, সাহবুদ্দিন, নুরুদ্দিন ও আবুল বাশার জনি। আহত আনসারদের ৩শ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে ৫ রাউন্ড ও থ্রিনট রাইফেলের ৩ রাউন্ড গুলি হারিয়ে গেছে বলে পুলিশের কাছে অভিযোগ আনসার সদস্যরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের বলেন, আনসারদের সঙ্গে প্রহরীদের বেতনের দাবীতে সংঘর্ষ হয়। পরে পিুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আনসার সদস্যের ৫ রাউন্ড ও থ্রিনট রাইফেলের ৩ রাউন্ড গুলি হারিয়ে গেছে বলে অভিযোগ করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments