আন্তঃ শ্রেনী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে জাতীয় দলের সাবেক খেলোয়াররা

লাইভ নারায়ণগঞ্জ: দেওভোগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃ শ্রেনী ফুটবল প্রতিযোগিতা দ্বিগুবাবুর বাজার অগ্রনী ব্যাংক খেলার মাঠে শুরু হয়েছে। বুধবার বিকেলে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও ইপিলিয়ন গ্রুপের খেলাধুলা বিষয়ক উপদেষ্টা আমানউল্লাহ, সাবেক জাতীয় ফুটবলার ইব্রাহিম হোসেন পিলু, মুহিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ সাগর সহ বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক প্রনব সাহা, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও বিদ্যানিকেতনের ফুটবল কোচ রজ্জব আলী।
উদ্বাধনী খেলায় ষষ্ঠ শ্রেনী গ শাখা একই শ্রেনীর ঘ মাখাকে ২-০ গোলে এবং সপ্তম শ্রেনী ট্রাইব্রেকারে নবম শ্রেনীকে ৪-৩ গোলে পরাজিত করে। খেরা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী আইউব, আনোয়ার ও জোহার। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম জানান, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে জনপ্রিয় করে তোলা এবং নতুন ফুটবল খেলোয়ার অন্বেষন করার জন্য এ আয়োজন করা হয়েছে। সাবেক ফুটবলার আমানউল্লাহ বলেন, বিদ্যানিকেতন ফুটবল টিমের প্রশিক্ষনের জন্য ফুটবল সহ অন্যান্য সরঞ্জাম যা যা প্রয়োজন সেগুলো প্রতি তিনমাস পরপর তিনি প্রদান করবেন।জাতীয় ফুটবলার জাকির হোসেন বলেন তিনি এখন থেকে প্রতিদিন মাঠে উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষন দেবেন।