আপনার শিশুর উপর দোষ চাপিয়ে দিবেন না: ইউএনও সদর

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ক্লাসে একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবে, এটাই স্বাভাবিক। অযথা কোন কম্পিটিশন কিংবা দোষ চাপিয়ে দিবেন না। এতে করে বাচ্চারা সুস্থ থেকে অসুস্থ হয়ে যায়।

শনিবার (৩০ শে মার্চ ) সকাল ১১ টায় পাগলা বউ বাজার এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নিবাহি কর্মকর্তা নাহিদা বারিক এ কথা বলেন।

পাগলা এ ওয়ান ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ওয়ান ইন্টারন্যাশনাল স্কুল কমিটির পরিচালক মাহবুবুর রহমান বাচ্চু।

নাহিদা বারিক, অভিভাবকদের উদ্দেশ্য করে আরো বলেন, তাদের সৎ ভালো জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলুন। পড়া শোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে উৎসাহিত করুন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো করে পড়াশুনা করবে। বাবা মায়ের কথা শুনবে। ভাল করে চলবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।