আমরা বিশ্বকে শোষন নয়, শাসন করব: বেদৌরা বিনতে হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: তোমরা আমাদের কলেজের সম্পদ। আমরা চাই তোমরা ভালো ফলাফল কর। দেশের বড় বড় জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হও। তোমাদের এখন অনেক পথ তৈরি হয়েছে। সেগুলো যদি একাগ্রতার সাথে সাধনা করো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবে। আমরা চাই তোমরা আলোকিত মানুষ হয়ে আদর্শ ও নীতিবান হও।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গন মাঠে দোয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব এসব কথা বলেন। সরকারি মহিলা কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিলাদ ও দোয়ার উযাপন কমিটির আহবায়ক আব্দুল আওয়াল।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ দবিউর রহমান, ইস্টার্ন ইউনিভার্সিটি ট্রাষ্ট সদস্য সাইফুল মজিদ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অর্থ বিভাগের সহযোগী অধ্যাপক শাহানারা মান্নান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আক্তার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কহিনুর পারভিন। এছাড়াও অন্যান্য শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ ছিলেন।

অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিব বলেন, আজকের শিক্ষাথীরাই আগামী বিশ্বকে নেতৃত্ব দিবে। সারা বিশ্ব তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বকে শাসন করব কিন্তু শোষন নয়। শিক্ষার্থীদের সৎ,ঈমানদার এবং তাকওয়া বান হতে হবে। তোমাদের ভাল দিক গুলো সমাজে ছড়িয়ে দিতে হবে। কর্মদক্ষতা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, এবার নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে ৩ হাজার ১‘শ ৩৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। এর মাঝে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ১ হাজার ৩‘শ ৬৮ জন, মানবিক ভিবাগ থেকে ১ হাজার ১‘শ ৫৯ এবং বিজ্ঞান শাখা থেকে ৬০৮ জন।