স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ইলেকশন উপলক্ষ্যে আদালতপাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) আদালতপাড়ায় আইনজীবীদের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জের আইনজীবীদের নিকট ভোট প্রার্থণা করেছে সম্মিলিত আইনজীবী সম্মন্বয় পরিষদ প্যানেল।
আলোচনা সভায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি পদের প্রার্থী অ্যাডভোকেট এ.এম আমিন উদ্দিন বলেন, ভোট আমাকে দিবেন না, ভোট দিবেন নৌকাকে। ভোট আমাকে দিবেন না, ভোট দিবেন আওয়ামীলীগকে। ভোট আমাকে দিবেন না, ভোট দিবেন শেখ হাসিনাকে। আমরা ভোট চাই না, শুধু চাই আওয়ামীলীগের জয়।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার বার এসোসিয়েশনের সভাপতি এড.মো. ফেরদৌস হাসান জুয়েল বলেন, আমরা চাই আওয়ামীলীগ জিতুক। নারায়ণগঞ্জ জেলার ভোট প্রার্থী ১৪২ জন। ইনশাআল্লাহ আগামী ১৩ ও ১৪ তারিখ নারায়ণগঞ্জ থেকে একত্র হয়ে আমরা ভোট দিতে যাবো। বিএনপি ভোটারা যাবে কিনা তারা জানে। কিন্তু আমরা যাচ্ছি ভোট দিতে আওয়ামীলীগকে জিতানোর জন্য।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ইলেকশন ২০১৯-২০ এর প্রার্থীরা এবং নারায়ণগঞ্জ জেলার অ্যাড. মোহসীন মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাড. ওয়াজেদ আলী খোকন, সরকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. বিভা রানী কর্মকার, সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাড. নূর জাহান, অ্যাড. হোসনে আরা বাবলি সহ নারায়ণগঞ্জ জেলার আইনজীবীরা।