স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর টানবাজারে আরজু বেগম নামের এক নারীকে হত্যার ঘটনায় ৭ আসামীকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (১ এপ্রিল) দুপুরে আাদলতের বিজ্ঞ বিচারক কাউসার আলম নির্দেশে এ রিমান্ডে নেয় পুলিশ। একই ঘটনায় অন্য আসামী এডভোকেট হামিদা ওরফে লিজা, তার বোন এড. আসমাকে দুই দিন জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রিমান্ড প্রাপ্তরা হলেন রমজান হোসেন, পপি বেগম, হাসিনা বেগম, শহর বানু, সোনিয়া আক্তার, শফিকুর রহমান, মোঃ সাহাবুদ্দন।
বিষয়টির সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর হাবিবুব রহমান জানান, হত্যা মামলার রিমান্ড আদেশ দিয়েছে আদালত। অপর মামলা আগামী ৩ এপ্রিল ধার্য করেছে আদালত ।